Title
আজ ০১/০৯/২০০১৪, দুপুর ১২:০০ ঘটিকার সময় হাসাইল বানারী ইউনিয়নের ত্রানের চাউল বিতরণের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ............
Details
আজ ০১-০৯-২০১৪ ইং , রোজ : সোম বার, হাসাইলবানারী ইউনিয়নের দুস্থ, অসহায় বণ্যা কবলীত জন সাধারণের মাঝে "ত্রাণেরচাউল" বিতরণের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার "জনাবা, নাসরিনপারভীন, উপজেলা. পি,আই,ও কর্মকর্তা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, জনাবমো: আব্দুল মান্নান, সহ হাসাইল বানারী ইউপি'র সম্মাণীত চেয়ারম্যান, জনাবমো: নুরুজ্জামান দেওয়ান এবং ইউপি'র সচিব ও সদস্যবৃন্দ । ১৯৬ জন বণ্যা কবলীতনারী-পুরুষের মাঝে ৩০ কেজি পরিমানে, বেলা: ১২:০০ ঘটিকার সময় উপজেলানির্বাহী অফিসার নিজ হাতে জনগনের মাঝে চাউল বিতরণ শুরু করেন এবং বন্যার্তজন সাধারনের খোজ-খবর নেন।