আর্থ সামাজিক উন্নয়ন সেবা সুদমুক্ত ঋণ |
|
পল্লী সমাজসেবা কার্যক্রম
পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম
| পল্লী অঞ্চলের দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন, সচেতনতা বৃদ্ধি,উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষক্ষ্য প্রশিক্ষন প্রদান । ৫০০০- ৩০০০০ টাকা পর্যমত্ম ক্ষুদ্রঋণ প্রদান । লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি ।
পল্লী অঞ্চলের দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন, সচেতনতা বৃদ্ধি,উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্য প্রশিক্ষন প্রদান । ৫০০০- ৩০০০০ টাকা পর্যমত্ম ক্ষুদ্রঋণ প্রদান । লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি ।
|
সামাজিক নিরাপত্তা সেবা : |
|
বয়স্ক ভাতা কার্যক্রম
অসচ্ছল প্রতিবন্ধীভঅতা কার্যক্রম
| সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্কভাতা প্রদান । এ জন্য ২০১২-২০১৩ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হয় ।
সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্ক ভাতা কিংবা সরকার কর্তৃক সমাজসেবা নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান । এ জন্য ২০১২-২০১৩ অর্থ বছরে নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে ।
|
প্রতিবন্ধী শিক্ষার্থীদেও জন্য শিক্ষা উপবৃত্তি
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা
এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পূনর্বাসন কার্যক্রম | প্রাথমিক সত্মর(১ম-৫ম) : জনপ্রতি মাসিক ৩০০ টাকা; মাধ্যমিক সত্মর(৬ষ্ঠ-১০ম) : জনপ্রতি মাসিক ৪৫০ টাকা; উচ্চ মাধ্যমিক সত্মর(একাদশ ও দ্বাদশ) : জনপ্রতি মাসিক ৬০০ টাকা; উচ্চুর সত্মর(স্নাতক ও স্নাতকোত্তর) : জনপ্রতি মাসিক ১০০০ টাকা;
সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান । প্রত্যেক অসচ্ছল মুক্তিযোদ্ধাকে মাসিক জনপ্রতি ২০০০ টাকা হারে ভাতা প্রদান ।
৫ হাজার থেকে ৩০ হাজার টাকা ক্ষুদ্রঋণ প্রদান । |
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহ নিরসন ও সহায়তা |
|
স্বেচ্ছাসেবী স.ক. সংস্থা সমূহ নিবন্ধন ও তওবাবধান
বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশনগ্র্যান্ট প্রদান | স্বেচ্ছাসেবী স.ক. মূলক সংগঠনের প্রদান ।১৯৬১ সালের স্বেচ্ছাসেবী স.ক. সংস্থা সমূহ নিবন্ধন ও নিয়ন্ত্রন অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারী এতিমখানা/ ক্লাব নিবন্ধন । নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র বা সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন,সাধারণ ও কার্যকরী পরিষদ অনুমোদন,মেয়াদামেত্ম নবনির্বাচিত কার্যকরী পরিষদ অনুমোদন,নিবন্ধন প্রাপ্ত সংগঠনের কার্য এলাকা এশাধিক জেলায় সম্প্রসারণ নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরম্নদ্ধে আনীত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহন, নিবন্ধন প্রাপ্ত সংগঠন সমূহের কার্যক্রম তদারকি ।
১৮ বছর পর্যমত্ম এতিম শিশুদের প্রতিপালন স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন-পালন,আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান । শারীরিক বুদ্ধি- বৃত্তিক ও মানসিক উৎকর্ষতা সাধন পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষক্ষ্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ।
বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশনগ্র্যান্ট প্রদান বাবদ প্রতিটি নিবাসীর জন্য মাসিক ১২০০/- হারে বরাদ্ব প্রদান করা আছে।
|
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থা সমূহে অনুদান প্রদানে সহায়তা | সমাজসেবা অধিদপ্তর হতে ঘোষিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠান সমূহ অনুদান, বার্ষিক ৫০ হাজার হতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা অনুদান । শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদে সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান ,রোগী কল্যাণ সমিতি সমূহের জন্য ৫০ হাজার হতে ২ লক্ষ টাকা অনুদান, নিবন্ধন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের জন্য ৫ হাজার হতে ২০ হাজার টাকা সাধারণ অনুদান এবং আয়বর্ধক কর্মসূচির জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান, প্রতিষ্ঠান/সংগঠন/সংস্থা/ দুস্থ ব্যক্তিদেও বিশেষ গর্বোচ্চ ২৫ হাজার টাকা অনুদান,আকস্মিক দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের জন্য জনপ্রতি সর্বোচ্চ ১ হাজার টাকা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস