Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
হাসাইল বানারী আশ্রয়ন প্রকল্প
বিস্তারিত

 

১। প্রকল্পের নাম- হাসাইল বানারী আশ্রয়ন প্রকল্প।

২। নির্মান- ২০১০-২০১১ অর্থ বছর।

৩। গ্রামের নাম- বানারী।

৩। মোট জমির পরিমান- ২৪.৭০ একর।

   ক) দাগ নং- চর্চা ৩৫৫/৫৮৩৩ পর্যন্ত।

   খ) খতিয়ান- ০১।

   গ) জে,এল নং- (সকল)= ৯১।

   ঘ) মৌজা: বানারী।

৪। প্রস্তাবিত ভূমি বন্টন:

   ক) ব্যারাক হাউজের জন্য- ১৩.৮২একর অনুমোদিত। সম্পাদিত: ১০:৪৩০ একর।

   খ) কমিউনিটি সেন্টারের জন্য: ০.১৫ একর।

   গ) পুকুরের জন্য: ০.৭০ একর।

   ঘ) অন্যান্য: মাঠ ও কৃষি জমি= ১০.০৩ একর।

 

   ১ম পর্যায়ে নির্মিত ব্যারাক সংখ্যা : ৫ ইউনিট বিশিষ্ঠ ৩৩টি ব্যারাকে ১৬৫ টি পরিবার বসবাস করতেছে।

৫। বরাদ্দ: মাটি ভরাটের জন্য: ৮৮৭.৯৮০ মে.টন গম।