Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

ক্রমিক নং

নাম

অবস্থান

বর্ণনা

(ক) খাল

হাসাইল বানারী ইউনিয়ন

হাসাইল গ্রামের উপর দিয়ে বয়ে চলেছে এই খালটি।

এই খালের পানি জনসাধারণ নানাবিধ কাজে ব্যবহার সহ মৎস্যজীবিরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন।

 

(খ) খাল

হাসাইল বানারী ইউনিয়ন

আটিগাও,দ: মান্দ্রা ও বানারী গ্রামের উপর দিয়ে বয়ে চলেছে এই খালটি। এটি হাসাইল বাজারের পার ঘেষে বয়ে যাওয়া পদ্মার শাখা নদীর দক্ষিন পারের বর্তমান চরাঞ্চলে অবস্থিত। এই খালের পানি জনসাধারণ নানাবিধ কাজে ব্যবহার সহ মৎস্যজীবিরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন।

নদী

হাসাইল বানারী ইউনিয়ন

হাসাইল বানারী ইউনিয়নে নদী বলতে পদ্মার শাখা নদী ১টি। এটি হাসাইল বানারী ইউনিয়নের বুক চিরে নদী ভাঙ্গনের মাধ্যমে ২০০৭ সালের পূর্ব হতেই ধীরে ধীরে গড়ে ওঠে। হাসাইল বানারী ইউনিয়ন পাড় হয়ে দক্ষিনে যেয়ে মিলিত হয়েছে মূল পদ্মার সাথে। পদ্মার শাখা নদী জনসাধারণ নানাবিধ কাজে ব্যবহার সহ মৎস্যজীবিরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন।